ঢাকা ৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২০
গোলাম মাহামুদ শাওন,বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
অগ্রজ আর অনুজদের নিয়ে গঠিত হয়েছে শ্রীশ্রী গৌর নিতাই আশ্রম, রবীন্দ্র পল্লী ভাওয়াল বাড়ি মন্দির কমিটি। মন্দিরের দুই- তৃতীয়াংশের বেশি সদস্যদের ভোটে ৩ বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাজিব রতন দে সভাপতি,তালুকদার বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রঘুনাথ দে সাধারণ সম্পাদক এবং পৌরবাজারের স্বর্নশিল্প সমিতির সভাপতি ও বোরহানউদ্দিন পূজা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ বিল্টু দাস কে কোষাধ্যক্ষ করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর সদস্যরা হলেন সহ সভাপতি পদে সুবল দে,লিটন চন্দ্র দাস,ভবেশ মন্ডল,সঞ্জয় দাস,কোষাধ্যক্ষ বিল্টু চন্দ্র দাস,সাংগঠনিক সম্পাদক রাজকমল দাস,সহ সাংগঠনিক সম্পাদক সম্রাট দাস,দপ্তর সম্পাদক সমর চন্দ্র দাস, ধর্মবিষয়ক সম্পাদক চেতন দে,সাংস্কৃতিক সম্পাদক সুবীর চন্দ্র দাস, সহ সাংস্কৃতিক সম্পাদক রাহুল দাস,প্রচার সম্পাদক সুজন চন্দ্র দে,সহ প্রচার সম্পাদক সুজন দত্ত,আইনবিষয়ক সম্পাদক বিপ্লব তালুকদার, সদস্য পদে যথাক্রমে উত্তম কুমার দাস,নৃপেন চন্দ্র দে,শ্যাম সুন্দর পোদ্দার, অনিমেষ তালুকদার, দেবাশীষ দে,শ্যামজল ধর,গৌরগোপাল দে।
অন্যদিকে গঠিত কমিটিকে সার্বিক পরামর্শ প্রদানের জন্য ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ হলেন বাবু সত্য প্রসাদ দাস, নন্দ দুলাল দে ,শান্তি রঞ্জন দে,লক্ষীন্দর দাস
নব নির্বাচিত কমিটি জানান,শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রক্ষ্মচারী(অনিল) বাবাজির আদর্শকে সামনে রেখে, মন্দিরের উন্নয়ন ও সার্বিক কার্যক্রমকে বেগবান করাই হবে এ কমিটির প্রধান কাজ।
এদিকে নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান, পৌর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ইবনে মাসুদ বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশন, বোরহানউদ্দিন নিউজ ২৪.কম ও বোরহানউদ্দিন উন্নয়ন ফোরাম সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST