ঢাকা ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০
বুরহান উদ্দিন মুজাক্কির,
নোয়াখালী জেলা প্রতিনিধি
ডিজিটাল নিরাপত্তা আইনের নামে দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হয়রানি এবং করোনার দোহায় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাংবাদিকদের গণহারে ছাঁটাই করার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) প্রেসক্লাবের সামনে প্রথমে মানববন্ধন ও পরে নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন স্কান্দার কচি মিলনায়তনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
জেলার সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন আকাশ মোহাম্মদ জসিম।
বক্তব্য রাখেন, সাংবাদিক শাহ্ এমরান মোহাম্মদ ওসমান সুজন, নাছির উদ্দিন বাদল, আবু নাছের মঞ্জু, জামাল হোসেন বিষাদ প্রমুখ।
বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও সাংবাদিক ছাঁটাই বন্ধের দাবী জানান। এ ছাড়া নোয়াখালী প্রেসক্লাবের দীর্ঘদিন পর্যন্ত কোনো কমিটি না থাকাসহ ক্লাবের নানা সমস্যা নিয়েও আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন,দ্বীপ আজাদ,জাহাঙ্গীর আলম,মুলতানুর রহমান মান্না,ইকবাল হোসেন সুমন,ফয়জুল ইসলাম জাহান, মো. মিজানুর রহমান রিয়াদ, জুয়েল রানা লিটন,আমির হোসেন,মুজাহিদুল ইসলাম সোহেল, মো. সেলিম, আব্দুল্যাহ রানা’সহ জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST