ঢাকা ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠিতে নলছিটির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে ৩টি বাধা জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
২৩ জুলাই বৃহস্পতিবার জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম’র অংশ হিসেবে মাছে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য প্রয়োগ বিরোধী ও মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহম্মদ সাখাওয়াত হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কান্ত মিস্ত্রী, মাঠ সহকারী এস এম শোয়েব ও নলছিটি পুলিশ ফাড়ির এএসআই শ্যামল চন্দ্র মিস্ত্রী। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মদ সাখাওয়াত হোসেন জানান, অভিযানের সময় ৩টি বাধাজাল জব্দ করলেও পালিয়ে যায় জেলেরা।
জব্দকৃত জাল নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নলছিটি মৎস্য কর্মকর্তা
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST