বরিশালে ভ্রাম্যমান অভিযানে অবৈধ ড্রেজার ধ্বংস।

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০

বরিশালে ভ্রাম্যমান অভিযানে অবৈধ ড্রেজার ধ্বংস।

লিটন বায়জিদ: বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারহাট গ্রামের নোমোরহাট বাজার সংলগ্ন বরিশাল টু বুখাইনগর খাল থেকে দীর্ঘদিন যাবৎ একটি অসাধু চক্র অবৈধ ড্রেজার দিয়ে রাতের বেলায় বালু উত্তোলন করে আসতেছিল। এর ফলে উক্ত এলাকায় অনেক ভাঙ্গনের দেখা দিয়েছে বলে জানা যায়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ২৮ জুলাই’২০ বিকেল ৪ টায় বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান টিম সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রলার নিয়ে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজারটি জব্দ করেন। প্রশাসনের আগমন টের পেয়ে ড্রেজার এর মালিক পালিয়ে যায়। স্থানীয় লোকদেরকে জিজ্ঞেস করলে তারা ড্রেজারের মালিকের নাম বা পরিচয় বলতে না পারায় তাতক্ষনিক ভাবে বেনামি ড্রেজারটির পাইপ ও মেশিন ধ্বংস করেন এসিল্যান্ড। প্রশাসনের এই অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন ও সাধুবাদ জানান। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, যেহেতু অবৈধ ড্রেজারগুলোর কারনে রাষ্ট্রের এবং জনগণের ক্ষতিসাধন হচ্ছে তাই এই অবৈধ ড্রেজারগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে । ভ্রাম্যমান অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান চরমোনাই বাজার গরুর হাট পরিদর্শন করেন এবং ক্রেতা ও বিক্রেতা উভয়কেই মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest