বরিশালে গরুর হাট পরিদর্শন করেন উপ পুলিশ কমিশনার দক্ষিণ মোঃমোকতার হোসেন

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০

বরিশালে গরুর হাট পরিদর্শন করেন উপ পুলিশ কমিশনার দক্ষিণ  মোঃমোকতার হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ ২৮ জুলাই কোতয়ালী মডেল থানাধীন দপদপিয়া ব্রীজ সংলগ্ন কুরবানী পশুর হাটে সকল ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন।

এসময় হাট ইজারাদারদের গবাদিপশুর হাটে গরু বা ছাগল এর দুই সারির মধ্যে দুরত্ব বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করেন যাতে মানুষের চলাচলে নিরাপদ দুরত্ব বজায় থাকে।

প্রতিটি হাটে পুলিশ বক্স, সিসি ক্যামেরা নিশ্চতকরাসহ মাইকিং এর ব্যবস্থা করে সামাজিক দুরত্ব নিশ্চিত করার জন্য প্রচারনার ব্যবস্থা করার জন্য গুরুত্বারোপ করেন এবং গরুর হাটে থাকা নারী উদ্যোক্তা কে উৎসাহ প্রদান করেন এবং গরুর হাটে কোন প্রকার চাঁদাবাজী না থাকে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারী দেন।

কোন ক্রেতা বা বিক্রেতা হাটে এসে কোন প্রকার প্রতারণা বা সমস্যার সম্মুখীন হলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে সরাসরি জানাতে তিনি অনুরোধ জানান।

এসময়ে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest