তরুণ নির্মাতা হাবিবুর রহমান এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সাইলেন্ট মেকার জায়গা করে নিয়েছে অনলাইনে

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২০

তরুণ নির্মাতা হাবিবুর রহমান এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সাইলেন্ট মেকার জায়গা করে নিয়েছে অনলাইনে

চলচ্চিত্র নির্মাতা হাবিবুর রহমান এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সাইলেন্ট মেকার জায়গা করে নিয়েছে অনলাইন স্ট্রিমিং প্লার্টফর্ম।

২০১৭ সালে বরিশাল শহরেই নির্মান হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি, বর্তমানে বিশ্বের যেকোন প্রান্তের দর্শক অনলাইন প্লাটফর্ম মুভিহাট থেকে প্রদর্শনী মূল্যে
এই চলচ্চিত্রটিতে দেখা যাবে বাক প্রতিবন্ধী জোহান চলচ্চিত্র পছন্দ করে।

পছন্দের বিষয় এক সময় গভীর আসক্তিতে গড়ায়। জোহান স্বপ্ন দেখতে শুরু করে সে চলচ্চিত্র নির্মাণ করবে। ব্যক্তিগত উদ্বেগে চলে তার নির্মাণ প্রস্তুতি।

একজন বাক প্রতিবন্ধী চলচ্চিত্র নির্মাণ করছে। সমাজের কাছে তা বিস্ময়, রসিকতা না কি অনিয়ম এমনই এক প্রশ্ন তৈরী করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাক নির্মাতা।

চলচ্চিত্রটি দেখতেঃ https://movihut.com/showcase/silent-maker/

নির্মাতা হাবিবুর রহমান বলেন, এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যা ২০১৭ সালে নির্মান করি বরিশালের বিভিন্ন জায়গায় শুট করা হয়েছিল, নানা বাধা বিপত্তির মধ্যে দিয়েই চলচ্চিত্রটি তৈরি করা। দর্শকের ভালো সারা পেয়েছি যা আমাকে পরবর্তী চলচ্চিত্র নির্মানে উৎসাহ দিয়েছে। অভিনয় রয়েছে নবাগত নতুন মূখ ।

উল্লেখ্য যে বর্তমানে চলচ্চিত্র নির্মাতা হাবিবুর রহমান তিনি বন্দি শতাব্দী নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান করছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest