ঢাকা ৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ২নং চানন্দী ইউনিয়নের রসুলপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে কুলছুমা (২০) নামে এক কিশোরিকে গলাটিপে হত্যার অভিযোগ তার ভাইয়ের বিরুদ্ধে।
শনিবার সকালে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত কুলছুম হলো চানন্দী ইউনিযনের রসুলপুর গ্রামের জিয়াউল হকের মেয়ে।
স্থানীয় মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল হালিম ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে ভাইবোনের মধ্যে জগড়া হয়। জগড়ার এক পর্যায়ে নিহতের বড় ভাই শফি আলম তার গলা টিপে ধরলে কুলছুমের মৃত্যু হয়। পরে লাশ বাড়ীর সামনে ডোবার মধ্যে ফেলে দেয়।
স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে শনিবার সকালে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতের বড় ভাই শফি আলম পলাতক রয়েছে।
এব্যাপারে হাতিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, বিষয়টি আমি শুনেছি পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত এজহার দেয়নি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST