নোয়াখালীতে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

নোয়াখালীতে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার ১২ আগস্ট দুপুরে চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ড সুন্দলপুর এলাকার তারা খাঁর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই বাড়ির হাফেজ আহমদের মেয়ে হুমায়রা আক্তার (৪) ও গুলজার হোসেনের ছেলে আব্দুল মাজেদ (৬)। তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাইবোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে অন্য শিশুদের সাথে বাড়ির আঙিনায় খেলা করছিল হুমায়রা ও মাজেদ। দুপুরের পর থেকে পরিবারের লোকজন তাদের ২ জনকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে।এক পর্যায়ে তাদের ঘরের পাশের পুকুর ঘাটের পানিতে দু’জনের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে পরিবারের লোকজন।
ঘটনার সত্যতা স্বীকার করে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest