“কিডনী আক্রান্ত টিপুর শয্যাপার্শ্বে সাবেক এমপি” সফল কিডনী প্রতিস্থাপন

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

“কিডনী আক্রান্ত টিপুর শয্যাপার্শ্বে সাবেক এমপি” সফল কিডনী প্রতিস্থাপন

মোঃকাওছারহোসেন, গৌরনদী প্রতিনিধি

সুস্থ আছেন টিপু ও কিডনি দাতা।।
সরকারি গৌরনদী কলেজের সাবেক ছাত্রনেতা টিপু সুলতান দীর্ঘদিন কিডনী রোগে আক্রান্ত হয়ে নিয়মিত ডায়ালাইসিস করছিলেন। সর্বশেষ তার দুটি কিডনী বিকল হওয়ায়  গতকাল বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ) কিডনী প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট করা হয়।

কিডনী প্রদান করেন টিপুর মা। এদিকে গৌরনদী ও আগৈলঝাড়া থেকে নির্বাচিত বিএনপির সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন সাবেক ছাত্রদল নেতা টিপু সুলতানের কিডনী প্রতিস্থাপনের পূর্বে তাকে দেখতে আজ বিএসএমএমইউ হাসপাতালে যান।

অপারেশন থিয়েটারে প্রবেশের পূর্বে প্রিয় নেতাকে দেখে টিপু ও  কিডনী দাতা মা এবং  পরিবারের  সদস্যরা  সহ উপস্থিত নেতাকর্মীরা আপ্লুত হয়ে পড়েন।এসময় তিনি উপস্থিত সকলের সাথে  কিছু সময়  কাটান ও সবাইকে মানসিকভাবে সাহস যোগান।

অপারেশনের পর টিপু ও কিডনী দাতা তার মা দুজনেই সুস্থ আছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest