কলাপাড়ায় আটককৃত কচ্ছপ অবমুক্ত করা হয়েছে।

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

কলাপাড়ায় আটককৃত কচ্ছপ অবমুক্ত করা হয়েছে।

মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় আটককৃত ১৮ পিছ কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কলাপাড়ার হেলিপ্যাড মাঠের নিকটে আন্ধারমানিক নদীতে এ কচ্ছপগুলো অবমুক্ত করা হয়। এসময় কলাপাড়া রেঞ্জ অফিসার আব্দুস সালাম, কলাপাড়া থানার এস.আই মো. আলমগীর হোসেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস. কে রঞ্জন ও অর্থ-বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৬ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প একটি বিশেষ অভিযান চালিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা বাজার হতে সুব্রত বিশ্বাস নামের এক কচ্ছপ ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ১৮ কেজি ওজনের ১৮ টি কচ্ছপ উদ্ধার করা হয়। পরে আসামীকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest