বসুরহাট পৌরসভার মেয়রের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

বসুরহাট পৌরসভার মেয়রের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বুরহান উদ্দিন মুজাক্কির,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালী জেলা আ’লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলা আ’লীগের উদ্যোগে উপজেলা আ’লীগ কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা অংশ গ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, সহসভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, বসুরজাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন নোমান, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন মুন্না, পৌরসভা ছাত্রলীগ সভাপতি আব্দুল আউয়াল মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলার বিভিন্ন মসজিদে মেয়র আব্দুল কাদের মির্জার রোগমুক্তি কামনায় মিলাদও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এর আগে,গত ১৮ অক্টোবর মেয়র উন্নত চিকিৎসার জন্য আমেরিকা গমন করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest