ঢাকা ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১
রাকিবুল ইসলাম-দিনাজপুর: অনলাইন বেসিক দিনাজপুর গার্লস ক্লাব আয়োজিত বসন্ত বরণ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে । মেলায় সববয়সী নারী-পুরুষ এর উপচে পড়া ভিড় ছিল দুদিন ধরেই।মেলায় কারুকার্য খচিত পণ্য সামগ্রী ও বাহারি রকমের খাবারের আয়োজন নিয়ে হাজির হওয়া স্টলগুলো কে পুরস্কৃত করা হয়। শুধু কেনাবেচা নয় মেলাটা ছিল শিক্ষণীয় এমনটাই দাবি আয়োজকদের । অনলাইন গার্লস ক্লাব এর পরিচালকবৃন্দের একান্ত প্রচেষ্ঠায় আয়োজিত এই মেলা পরিকল্পনা শেয়ারের পাশাপাশি নারীদের প্রতিভা বিকাশে ও নারী উদ্যোক্তাদের যাত্রা সুগমে সহায়তা করবে বলে আশাবাদী তারা ।মেলায় স্থান পাওয়া স্টল মালিকরা জানান দুদিনের এ মেলায় আমরা দিনাজপুরসহ এর বাইরের মানুষের ব্যাপক সাড়া পেয়েছি এবং আশানুরুপ বিক্রয় করতে সক্ষম হয়েছি । কেনাবেচার পাশাপাশি সকলের সামনে নিজেকে প্রতিস্থাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন তারা । পরিচিতির প্রসার ঘটাতে এ মেলা ভুমিকা রেখেছে বলে দাবী করেন স্টল মালিকরা ।আগত দর্শনার্থী ও ক্রেতাদের মধ্যে ফাতেমা বেগম জানান মেলা একটি মজার জায়গা যেখানে মনের মত সব জিনিসই মোটামুটি পাওয়া যাওয়া । বসন্তকে বরন করে নিতে এ ধরনের মেলার আয়োজন পেয়ে আনন্দ প্রকাশ তিনি ।পাশাপাশি মেলায় এসে সাধ্যের মধ্যে সবকিছু পেয়েছি এমন দাবী জানান ফাতেমা ।এর আগে গেল শনিবার ভিডিও কনফারেন্সিং এ যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস ।ভিডিও কনফারেন্সিয়ে আরো যুক্ত হয়ে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কর্মজীবি পরিষদের সভাপতি ড. শাহিন আল মামুন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস এর ব্যাক্তিগত পি.এস আলমগীর হোসেন।মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফিরুল হাসান আব্বাসী ।দিনাজপুর গার্লস ক্লাব এর এডমিন হিসেবে আফরিন মউ ও আফরোস মাহমুদ বন্না দায়িত্ব পালন করে আসছে ।ইতোমধ্যে ২৫হাজার সদস্যের পরিবারের এ গ্রæপটি নারী উন্নয়নে বিশেষ ভুমিকা রাখতে সক্ষম হয়েছে ।গুপের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন আসমা মুন,রেনেসা আলম,তাসপিয়া,আনোয়ারা স্বপ্না ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST