নরসিংদীর সদর পৌরসভার মেয়র ফলাফল স্হগিত l

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১

নরসিংদীর সদর পৌরসভার মেয়র ফলাফল স্হগিত l

নরসিংদী প্রতিনিধি : ৪টি ভোটকেন্দ্র স্হগিত থাকায় নরসিংদী সদর মেয়র নির্বাচিত হবার ফলাফলও স্হগিত রয়েছে। স্হানীয় দায়ত্বশীল সুত্র বলেছেন, সামান্য গোলযোগ ছাড়া ভোটাভুটি সুষ্ঠ ভাবেই সম্পন্ন হয়েছে।

এপর্যন্ত ফলাফলে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু পেয়েছেন ১৮০৫৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম কাইয়ূম আ:লীগ বিদ্রোহি স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের নিয়ে ভোট পেয়েছেন ১৭৩৬৫। ধানের শিষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৬৩৯ ভোট।

গোলযোগের কারণে ভোটকেন্দ্র বন্ধ রয়েছে ৪টি। বৌয়াকুর বিদ্যাসুন্দরী প্রাথমিক বিদ্যালয় ১ টি কেন্দ্র ভোট সংখ্যা ২৮১৮, ইউ এম সি আদর্শ উচ্চ বিদ্যালয় ৩টি কেন্দ্রের ভোট সংখ্যা ৬৩১৯, এই ৪টি কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করা হয়েছে, যেখানে সর্বমোট ভোটার সংখ্যা ৯১৩৭ জন। এই স্থগিত কেন্দ্রগুলোর নতুন করে ভোটের পর চূড়ান্ত ফলাফল আসবে নরসিংদী পৌরসভায় কে হবেন মেয়র।

নরসিংদী পৌরসভা নির্বাচনে এবার ভোট যুদ্ধে অংশ নিয়েছেন মোট ভোটার সংখ্যা ৯৯ হাজার ৪৫৪। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ১৫৭ এবং মহিলা ভোটার ৫০ হাজার ২৯৭ জন।

এবারের নরসিংদী পৌরসভা নির্বাচন নিরাপত্তা দিক বিবেচনা করলে বলতেই হয়, কঠিন বলয় তৈরী করেছিলো জেলা প্রশাসন। পুরো শহরকে ৩ স্তরের মধ্য দিয়ে নিঃছিদ্র নিরাপত্তা বেষ্টনী তৈরী করা হয়েছিলো। পুলিশ, বডারগার্ড, আনসার, র‍্যাব এবং মোবাইল কোর্ট সবার প্রচেষ্ঠায় নরসিংদী শহর দুর্বেধ্য দূর্গে পরিনীত ছিলো।

এদিকে নরসিংদীর মাধবদী পৌরসভায় টানা দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন মোশাররফ হোসেন মানিক।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest