নাটোরে প্রাণীসম্পদ অফিসের এলএসপিকে মারপিটের ঘটনায় আওয়ামী লীগ নেতা আটক l

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১

নাটোরে প্রাণীসম্পদ অফিসের এলএসপিকে মারপিটের ঘটনায় আওয়ামী লীগ নেতা আটক l

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের সিংড়ায় প্রাণীসম্পদ অফিসে ঢুকে এলএসপি কৃষ্ণকে মারপিটের অভিযোগে উপজেলার ১ নং সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম মোঃ হাসমতকে গ্রেপ্তার করেছে সিংড়া থানা পুলিশ।

সোমবার ২২ ফেব্রুয়ারী দুপুরে তাঁকে আটক করা হয়। অপরদিকে আহত কৃষ্ণ কে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। সে সুকাশ ইউনিয়নের প্রাণীসম্পদ অফিসের দায়িত্বপ্রাপ্ত এলএসপি এবং ঐ ইউনিয়নের বেলগাড়ি গ্রামের গোবিন্দ চন্দ্রের পুত্র।

আহত কৃষ্ণ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হালিম মো: হাসমত, ইউপি সদস্য মাহাবুর এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মন্জুর নেতৃত্বে ১০/১২ জন সিংড়া উপজেলা প্রাণী সম্পদ অফিসারের সাথে তর্কে জড়িয়ে পড়ে এসময় এলএসপি কৃষ্ণ কে অফিস থেকে বের করে টেনে হেচড়ে বাইরে বের করে কিল,ঘুষি সহ বেদম মারপিট শুরু করে। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

উপজেলা প্রাণীসম্পদ অফিসার এসএম খোরশেদ আলম জানান, বিষয়টি খুবই দুংখজনক। উপরের নির্দেশনা পেলে লিখিত অভিযোগ দেয়া হবে।

সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি বিষয়টি নিশ্চিত করে জানান তাকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest