লালপুর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটির শপথ গ্রহণ l

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১

লালপুর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটির শপথ গ্রহণ l

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩১ মার্চ সকাল সাড়ে ১১ টায় লালপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সা’দ আহমেদ শিবলীর পরিচালনায় প্রেসক্লাবের সদস্যদের শপথ বাক্য পাঠ করান লালপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার।

এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, শিক্ষানবিশ এএসপি হাসান সিদ্দিক, লালপুর থানার ওসি ফজলুর রহমান, লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার আবু সামা, জনকণ্ঠ পত্রিকার লালপুর সংবাদদাতা শাহ আলম সেলিম, যায়যায়দিন প্রতিনিধি মাজহারুল ইসলাম লিটন প্রমূখ।

শপথ শেষে লালপুর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যরা লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য গত ১৫ মার্চ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০ ঘটিকা হতে নির্বাচন শুরু হয়ে বেলা ১১ ঘটিকায় শেষ হয়। নির্বাচন শেষে চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest