মাদক-ভূমিদস্যু-সন্ত্রাসীদের যুবলীগে জায়গা নেই : শেখ সোহেল

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২১

গোলাম মোস্তফা খান,খুলনা। ‘আমি শক্ত ভাষায় একটি কথা বলতে চাই। যারা পরিবেশ নষ্ট করবে তাদের যুবলীগে কোনো জায়গা থাকবে না। আর একটি বিশেষ কথা মাদক, ভূমিদস্যু, সন্ত্রাসী আগামীতে যারা নেতৃত্বে আসবে এ যুবলীগে তাদের কোনো জায়গা হবে না। খুলনাসহ বিভাগের ১০ জেলার যুবলীগ নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল উদ্দিন এ কথা বলেন। শুক্রবার দুপুরে খুলনার একটি অভিজাত হোটেলে বিভাগীয় এ সভার আয়োজন করে মহানগর ও জেলা যুবলীগ। এ সময় সভায় অংশ নেওয়া যুবলীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ঈমানের দিকে শক্ত থাকবেন।


আপনাদের কোনো কার্যকলাপের জন্য আমার কিংবা এ বিভাগে যারা দায়িত্বে আছেন তাদের গায়ে দাগ যেন না লাগে। এ জায়গায় পরিষ্কার থাকবেন। সাংগঠনিক কাজে সহযোগিতা করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার ও মো. আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকোট ড. মো. শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী ও আন্তর্জাতিক সম্পাদক কাজী সারোয়ার হোসেন। সভার সার্বিক দায়িত্বে ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। এ সময় আরও উপস্থিত ছিলেন- যুবলীগের কেন্দ্রীয় নেতা দেলোয়ার শাহাজাদা, অ্যাডভোকেট নবিরুজ্জামান বাবু, এনামুল হক সোহাগ, বাবলু রহমান বাবলু, কাজী বশির আহম্মেদ, ভিপি মিরান, তারিক আল মামুন প্রমুখ।

যুবলীগের বিভাগীয় মতবিনিময় সভায় সংগঠন পরিচালনায় প্রতিবন্ধকতা ও উত্তোরণের পদক্ষেপ নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা বর্তমান প্রেক্ষাপটে যুবলীগের ভূমিকা নিয়েও দিকনির্দেশনা দেন। যুবলীগকে তৃণমূলে আরও সুসংগঠিত গতিশীল করার আহ্বান জানান নেতারা। সভায় মহানগর ও খুলনা বিভগের ১০ জেলা ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকরা অংশ নেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest