দুমকিতে চোরের উপদ্রপ বৃদ্ধি

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১

দুমকিতে চোরের উপদ্রপ বৃদ্ধি

সৈয়দ আতিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি / পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন এলাকায় চোরের উপদ্রপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রায়ই কোথাও না কোথাও চুরি হ‌ওয়ার খবর পাওয়া যাচ্ছে।
১৩ এপ্রিল গভীর রাতে মুরাদিয়া ইউনিয়নের ৬নং ওয়র্ডের শিকদার বাড়ির রিয়াজুল শিকদার (২৭) পিতা আঃ কাদের শিকদারের ঘরে সিধ কেটে স্বর্নালঙ্কার , মোবাইল, নগদ টাকা সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে, গত ১০ এপ্রিল শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মরহুম জয়নাল মাওলানার পূরান বাড়ির মমতাজ মাষ্টারের ঘর থেকে ৬ ভরি স্বর্ণালঙ্কার। এবং তালুকদার বাড়ির কালাম মাষ্টারের ঘর থেকে নগদ টাকাও মালামাল চুরি হয়।

সম্প্রতি আঙ্গারিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শাহজাহান বেপারীর ঘর থেকেও টিভি, মোবাইল, স্বর্নলংকারসহ নগদ টাকা নিয়েছে চোরচক্র।

এ ব্যাপারে রিয়াজুল শিকদার দুমকি থানায় জিডি করেছেন বলে জানিয়েছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest