রূপগঞ্জে মন্ত্রী গাজীর নির্দেশনায় আনছর আলীর উদ্যোগে মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরণ ।

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১

রূপগঞ্জে  মন্ত্রী গাজীর  নির্দেশনায় আনছর আলীর উদ্যোগে  মাদ্রাসায়  খাদ্য সামগ্রী বিতরণ ।

শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জে রূপগঞ্জ লকডাউন এবং পবিত্র রমজান উপলক্ষে পাট ও বস্তু মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি`র নির্দেশনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা গাজীর অনুপ্রেরণা রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলীর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


শনিবার সকালে আওয়ামীলীগ নেতা আনছর আলীর নির্জ অর্থায়নে উপজেলার টেকনোয়াদ্দা গ্রামের “জামিয়া হোসাইনিয়া আরাবিয়া পূর্বাচল মাদ্রাসার” ছাত্রদের জন্য ৫ বস্তা চাউল, ৫০ লিটার সয়াবিন তেল এবং ছনি কাচারি বাড়ী “মাদ্রাসার” ছাত্রদের জন্য ৫বস্তা চাউল, ৫০লিটার সয়াবিন তেল খাদ্য সহায়তা দেওয়া হয়। এই সময় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলীর বলেন আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক ) স্যার নির্দেশনায় আমার রূপগঞ্জ ইউনিয়নবাসীর সকল বিপদে আপদে পাশে থেকে সাহায্য করে যেতে চাই।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest