সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের হাকিমপুর(হিলি) শাখার উদ্বোধন কবিতাপাঠ, ইফতার ও দোয়া l

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

দিনাজপুরের হিলি থেকে ফিরে আবু নাসের সিদ্দিক তুহিন। –

সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর হিলি শাখার উদ্বোধন কবিতাপাঠ আলোচনা ইফতার ও দোয়া গতকাল ২৬ এপ্রিল লেখক ওয়ালেদা রহিম বৃষ্টির বাসায় নিরাপদ দুরত্ব ও স্বাস্থ বিধি মেনে অনুষ্ঠিত হয়।

লেখক ওয়ালেদা রহিম বৃষ্টির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক লেখক, সংগঠক, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন,প্রতিবিম্ব সাহিত্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট আবুল কাসেম ইয়াসবীর, সাফল্য সাহিত্য আসরের সভাপতি কবি আব্দুল হাদী।
বক্তব্য ও কবিতা পাঠ করেন কবি আবু নাসের সিদ্দিক তুহিন, কবি আব্দুল হাদী, কবি আবুল কাসেম ইয়াসবীর, কবি মোকছেদ আলী,কবি মাসুদ রানা, কবি ওয়ালেদা রহিম বৃষ্টি, মোহাম্মদ আলী,জনি শেখ,মুশফিক বিল্লাহ, মুহাম্মদ আল মামুন,ওয়াহিদুল ইসলাম আনন্দ প্রমুখ।
প্রধান অতিথি হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন সাফল্য সাহিত্য পরিবারের এই আয়োজন ঘরোয়া পরিবেশে হলেও আগামীতে মহামারী করোনা পরিস্থিতি ভালো হলে আমরা সাহিত্যের এই আন্দোলনকে বেগবান করতে সমমনা মানুষকে সাথে নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান করা হবে, সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
শেষে মানবতার কল্যাণ ফাউন্ডেশন হাকিমপুর(হিলি) উপজেলা আহবায়ক কমিটি গঠনের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest