সি‌দ্ধিরগ‌ঞ্জে মধ‌্যরাতে সে‌হরি নি‌য়ে ছিন্নমূল মানু‌ষের পা‌শে এ‌সিল‌্যা‌ণ্ড

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১

সি‌দ্ধিরগ‌ঞ্জে মধ‌্যরাতে সে‌হরি নি‌য়ে ছিন্নমূল মানু‌ষের পা‌শে এ‌সিল‌্যা‌ণ্ড

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সি‌দ্ধিরগঞ্জ ও সাইন‌বোর্ডসহ বিভিন্ন এলাকায় ঘু‌রে ঘু‌রে দুস্থ অসহায় মানুষের মাঝে মধ্যরাতে সেহরির খাবার বিতরণ ক‌রে‌ছেন সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের এসিল্যাণ্ড রেজা মোঃ গোলাম মাসুম।

জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নি‌র্দেশনায় সোমবার মধ‌্যরা‌তে প্রায় ১০০ ভাসমান ও ছিন্নমূল মানু‌ষের মা‌ঝে এই সে‌হরির খাবার বিতরণ করা হয়। খাবার হিসেবে ছিল মোরগ বিরিয়ানী, ডিম, কোমল পানীয় ও পানি।

এ সময় অসহায় মানুষগুলোর চোখে আনন্দ অশ্রু দেখতে পাওয়া যায়।

এ ব‌িষয়ে এসিল্যাণ্ড রেজা মোঃ গোলাম মাসুম ব‌লেন, এই মহামারীকালে খেটে খাওয়া মানুষগুলোর আয় রোজগার কমে যাওয়ায় সেহরিতে তারা যেন একটু ভাল খেতে পারে তাই আমাদের একটু ক্ষুদ্র চেষ্টা। আমরা মূলত জেলা প্রশাসক স্যারের দেখানো পথেই হাঁটছি। আমাদের এসব ক্ষুদ্র উদ্যোগ করোনামুক্ত পৃথিবী উপহার দেক এই প্রত্যাশা করছি।##


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest