৫ হাজার হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করলেন আওয়ামীলীগ নেতা আনসার আলী

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

৫ হাজার হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী  বিতরণ শুরু করলেন আওয়ামীলীগ নেতা আনসার আলী

শাকিল আহম্মেদ রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের ৫ হাজার নিন্ম আয়ের লোক, এতিম, অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ কার্যক্রম শুরু করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনসার আলী। বৃহস্পতিবার সকালে উপজেলার ভিংরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৫ শতাধিক দরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ শুরু করেন তিনি। পরে ওয়ার্ড ভিত্তিতে তালিকাভুক্ত পরিবারের কাছে পৌঁছে দিবেন এসব ত্রাণ। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,চিনি,আলু ইত্যাদি।
করোনা মহামারী নিয়ন্ত্রণে লকডাউন পরিস্থিতিতে বিপাকে পড়া লোকজনের মাঝে গতবারের মতো এ বছরও এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কালে আওয়ামীলীগ নেতা আনসার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, কার্যকরী সদস্য আব্দুল মান্নান মুন্সি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিলানী ভান্ডারী, সংরক্ষিত মহিলা মেম্বার জাহানারা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি জয়নাল আবেদীন ডিপ্টি, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া,যুবলীগ নেতা জয়নাল হাজারী, আওয়ামীলীগ নেতা অলিউল্লাহ মিয়া প্রমূখ।
এ সময় আওয়ামীলীগ নেতা আনসার আলী বলেন, মাননীয় পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি মহোদয়ের নির্দেশে আমার প্রাণপ্রিয় রূপগঞ্জ ইউনিয়নবাসির পক্ষে কাজ করছি। সত্যিকারের যারা অভাবী তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছি। এমন কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest