নিখোঁজের ১১ দিন পর ৭ বছরের শিশুর লাশ উদ্ধার, খালু গ্রেফতার l

প্রকাশিত: ৪:২০ পূর্বাহ্ণ, মে ৬, ২০২১

নিখোঁজের ১১ দিন পর ৭ বছরের শিশুর লাশ উদ্ধার, খালু গ্রেফতার l

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি থেকে রিয়াদ (৭) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতের চাচাতো খালু সুজনকে (২৭)গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ মে) সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি মাতবর বাজার এলাকায় নির্মাণাধীন ড্রেনের পাশে একটি পরিত্যাক্ত ডোবার মধ্যে লম্বা ঘাসের নীচ থেকে শিশু রিয়াদের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ২৪ এপ্রিল সিদ্ধিরগঞ্জের রেললাইনের পূর্ব পাশের মুনলাইট এলাকা থেকে শিশু রিয়াদ নিখোঁজ হয়েছিল।
নিহত শিশু রিয়াদ গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কমলয় এলাকার রাজু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল শিশু রিয়াদ নিখোঁজ হলে পরিবার খোঁজাখুঁজি করে না পেয়ে ২৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১২৫৯) দায়ের করেন। সেই জিডি তদন্তের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিল কল লিস্ট দেখে নিহতের কয়েকজন আত্মীয়কে সন্দেহ করে। পরবর্তীতে আরো তদন্ত করে নিহত শিশু রিয়াদের চাচাতো খালু সুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।


জিজ্ঞাসাবাদে সুজন জানায় গত ২৪ এপ্রিল তারিখ রাতে শিশু রিয়াদকে মেরে ঘাসের নীচে লুকিয়ে রেখেছে। এরপর তার দেয়া তথ্যমতে অর্ধগলিত লাশ উদ্ধার করে ও নিহতের পরিবারের সদস্যদের মাধ্যমে সনাক্ত করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, দায়ের করা জিডির সূত্র ধরে তদন্তের মাধ্যমে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিহতের চাচাতো খালু সুজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest