ঢাকা ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদায় ঘর মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চন্দন রায় (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ মে) দুপুরে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ঠিলামনি এলাকায় রমেশ চন্দ্রের বাড়িতে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত চন্দন রায় একই ইউনিয়নের সর্দারপাড়া এলাকার কৃষ্ণ বর্মনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঠিলামনি গ্রামে রমেশ চন্দ্রের বাড়িতে ঘরের কাজ করতে যায় চন্দন রায়। আগে থেকেই টিনশেট ঘরের চালায় উপর দিয়ে যাওয়া পল্লি বিদ্যুতের একটি তার লেগে থাকে। একসময় ঘরের কাজ করার জন্য টিনের উপরে উঠলে চন্দন বিদ্যুতায়িত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST