বেনাপোলে ১০টি সোনারবার সহ পাচারকারী আটক l

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মে ১৭, ২০২১

বেনাপোলে ১০টি সোনারবার সহ পাচারকারী  আটক l

এসএম স্বপন(যশোর)অফিসঃ ভারতে পাচারকালে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকা থেকে ১০ টি (ওজন ১.১৬৩ কেজি) সোনারবার সহ সুমন মিয়া (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৭ মে) সকালে তাকে আটক করা হয়।

আটক সুমন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর লেঃ কর্নেল সেলিম রেজা জানান, স্বর্ণ পাচারের গোপন খবরে, বেনাপোল কোম্পানী সদরের অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টে কর্মরত হাবিলদার নুরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করা হয়।
এসময় যশোর চাঁচড়া বাস স্ট্যান্ড থেকে বেনাপোলগামী একটি বাসে অভিযান চালিয়ে সন্দেহভাজন সুমনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে অভিনব কায়দায় তার প্যান্টের ভিতরে কোমরের মধ্যে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ১০টি (১.১৬৩ কেজি) সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬৭,০০,০০০/- (সাতষট্টি লক্ষ) টাকা।
এসময় তার স্বীকারোক্তিতে পলাতক আসামী সাদিপুর গ্রামের আবু সাঈদের ছেলে কামরুল ইসলাম (৩২) বলে জানা যায়।

আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest