সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে জলঢাকায় মানববন্ধন।

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মে ১৯, ২০২১

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে জলঢাকায় মানববন্ধন।

হারুন অর রশিদ,নীলফামারীঃ
অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে বুধবার সকালে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে সাংবাদিক ঐক্য পরিষদ জলঢাকা। । স্থানীয় জিরো পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জলঢাকা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (মনি),উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য সচিব মৃত্যুন্জয় রায়
প্রেসক্লাব সিনিয়র সাংবাদিক ও বিদ্রোহী নিউজের সম্পাদক মানিক লাল দত্ত, প্রথম আলো নীলফামারী জেলা প্রতিনিধী মীর মাহামুদুল হাসান আসতাক,খবরপত্র জেলা প্রতিনিধী নুর আলম সিদ্দিকী,
সমকালের উপজেলা প্রতিনিধী হাসিবুল ইসলাম মিতু, যুগান্তরের শপিকুল ইসলাম চিনু সহ উপজেলার বিভিন্ন টেলিভিশন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, রোজিনা ইসলাম প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক। গতকাল সোমবার সচিবালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। পরে রাতে তাঁকে রাজধানীর শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। মধ্যরাতে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় রোজিনা ইসলামকে আসামি করা হয়েছে।মঙ্গলবার সকালে রোজিনা ইসলামকে আদালতে নেওয়া হয়। সেখানে তাঁর জামিন হয়নি। আদালত রিমান্ড আবেদনও নাকচ হয়েছে। রোজিনা ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।রোজিনা ইসলাম সাম্প্রতিককালে স্বাস্থ্য খাতে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছেন। এই কারণে তিনি কারও কারও আক্রোশের শিকার হয়েছেন বলে মনে করা হচ্ছে। তাঁকে হেনস্তা ও হয়রানির প্রতিবাদে সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানানো অব্যাহত রেখেছেন। দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়ে তাঁর মুক্তি দাবিও করেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest