বগুড়ার শেরপুরে কিশোরীকে গণধর্ষণ ॥ আটক ৩

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মে ২৫, ২০২১

বগুড়ার শেরপুরে কিশোরীকে গণধর্ষণ ॥ আটক ৩

বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরের চকসাদি গ্রামে ১২ বছরের কিশোরীকে গণধর্ষনের ঘটনায় পিতার দায়ের করা মামলায় ২৪ মে সোমবার রাতে আসলাম হোসেন(৩৯), সোহাগ হোসেন(২৫) ও জাহিদুল ইসলাম(২৫) কে আটক করেছে থানা পুলিশ।
গত ১৩ মে উপজেলার চকসাদী গ্রামের আসলামের বাড়ির দক্ষিন পাশে বাঁশঝারের ভিতরে গাব গাছের নীচে নিয়ে গিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষন করে অভিযুক্তরা।

জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের চকসাদি গ্রামের আব্দুল মোমেনের কিশোরী কন্যা প্রকৃতির ডাকে সারা দিতে আসলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের মোসলেমের ছেলে আসলাম হোসেন, মজনুর ছেলে হোসাগ ও নুরুর ছেলে জাহিদুল ইসলাম গত ১৩ মে আসলামের বাড়ির দক্ষিন পাশে বাঁশঝারের ভিতরে গাব গাছের নীচে নিয়ে গিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষন করে। ধর্ষনের ঘটনা বিভিন্ন প্রক্রিয়ায় মিমাংশা করার চেষ্টার এক পর্যায়ে শিশুর পিতা আব্দুল মোমেন বাদি হয়ে ২৪ মে সোমবার রাতে শেরপুর থানায় একটি গণধর্ষনের মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে শেরপুর থানা পুলিশ তাদের নিজ এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনাচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, বাদির অভিযোগের প্রেক্ষিতে ধর্ষকদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(২)/৩০ তদসহ ৩২৩ পেনাল কোডে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest