কবি নাসরিন নাজের উদ্যোগে প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলেন রংপুর মেট্রো পুলিশ কমিশনার

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুন ৮, ২০২১

কবি নাসরিন নাজের উদ্যোগে প্রতিবন্ধীকে  হুইল চেয়ার প্রদান করলেন  রংপুর মেট্রো পুলিশ কমিশনার

রংপুর থেকে আবু নাসের সিদ্দিক তুহিন । —

সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর রংপুর বিভাগীয় কমিটির সভাপতি কবি-লেখক সাংবাদিক জয়িতা নাসরিন নাজ এর উদ্যোগে এবং রংপুরবাসীর গর্ব একজন মানব দরদী যার হৃদয় কাঁদে সর্বদা অসহায় মানুষের জন্য।

অবহেলিত রংপুরের মানুষের জন্য কাজ করছেন পুলিশ কমিশনার মেট্রোপলিটন রংপুর, মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএমের সহযোগিতা ও রংপুর বিকাশের ম্যানেজারের অর্থায়নে, রংপুর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের কলোনীর হিরু নামের শারিরীক প্রতিবন্ধিকে একটি হুইল চেয়ার প্রদান করা হয় কমিশনার কার্যালয়ে। রংপুরের অবহেলিত মানুষের পাশে দাড়ানোর জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন মানবতার বন্ধনে রংপুর। সকল সামর্থবান মানুষকে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো জন্য পরামর্শ দেন রংপুরের এই সুযোগ্য মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

আরো উল্লেখ থাকে যে এসময় রংপুরে সামাজিক উন্নয়নমূলক সচেতনতা মুলক কাজে অনন্য একটি নাম জয়িতা নাসরিন নাজ তার সামাজিক উন্নয়নমূলক সচেতনতা মুলক কাজে রংপুর বিভাগে ব্যাপক অবদান রয়েছে


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest