উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন জব্দ l

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২১

উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  দুটি ড্রেজার মেশিন জব্দ l

সাইফুর রহমান শামীম ,কুড়িগ্রাম প্রতিনিধি : ০৫.০৭.২০২১

কুড়িগ্রামের উলিপুরে ভূগর্ভস্থ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল দুপুরে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল।আদালত সুত্রে জানা যায়,ওই গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে মমিনুল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে বাড়ির পার্শ্ববতর্ী পুকুর থেকে দুইটি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।অভিযোগ পাবার পর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশসহ অভিযান পরিচালনা করেন।এসময় তিনি ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের দুইটি ড্রেজার (স্যালো) মেশিন জব্দ করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest