ঢাকা ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
নরসিংদী : নরসিংদীতে করোনাক্রান্ত ৫ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার ১৩ জুলাই সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন নরসিংদী সিভিল সার্জন অফিস। জেলার ছয় উপজেলার প্রকাশিত তালিকা অনুসারে মোট আক্রান্তের সংখ্যা ৫০১৫ জন।
নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় এই জেলায় আক্রান্ত হয়েছে ৯০ জন। এই নিয়ে এই জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ছাড়িয়ে মোট ৩১,৫৮৭ টি নমুনা পরীক্ষার মধ্যে ৫০১৫ জনে দাড়িয়েছে । এর মধ্যে সদর উপজেলায় ৪৩ জন, রায়পুরাতে ৬ জন,বেলাবোতে ৪ জন,মনোহরদীতে ৩ জন,শিবপুরে ১৩ জন এবং পলাশে ২১ জন। এই পর্যন্ত করোনাক্রান্ত হয়ে এই জেলায় মোট মৃত্যুবরন করেছে ৬৫ জন। এছাড়াও সর্বশেষ তথ্য অনুসারে নরসিংদী জেলা হাসপাতালে করোনার রোগী সেবা নিচ্ছেন ৪৩ জন।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম বলেন, সকলকে সামাজিক দূরত্বের বিষয়ে নজর দিতে হবে । বিশেষ করে নমুনা পরীক্ষার সময়ে যথেষ্ট পরিমান দূরত্বে দাড়াতে হবে । আর নমুনা দেবার পর রেজাল্ট আসার আগ পর্যন্ত ঘরেই অবস্থান করতে হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST