সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে দেয়ার পর..

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১

সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে দেয়ার পর..

খুলনার পাইকগাছা উপজেলায় ভুয়া ফেসবুক আইডি খুলে সাবেক স্ত্রীর এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে আবু সাঈদ ওরফে বাপ্পি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, আসামি বাপ্পির সঙ্গে ২০২০ সালে পাইকগাছা থানার গদাইপুর ইউনিয়নের সোহরাব শেখের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বাপ্পি যৌতুকের দাবিতে ওই মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। তার নির্যাতন সহ্য করতে না পেরে মেয়ে পক্ষ থেকেই তালাক দেয়া হয় বাপ্পিকে।

তিনি আরও বলেন, তালাক দেয়ায় বাপ্পি ক্ষিপ্ত হয়ে সাবেক স্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে তার কাছে থাকা কিছু ছবি এডিট করে পর্ন বলে ফেসবুকে ছড়িয়ে দেন এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপরই মামলা করেন ভুক্তভোগীর বাবা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest