জাতীয় শোক দিবসে বিটিভিতে ‘যদি রাত পোহালে শোনা যেত’

প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২১

জাতীয় শোক দিবসে বিটিভিতে ‘যদি রাত পোহালে শোনা যেত’

জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করেছে তিন পর্বের বিশেষ ধারাবাহিক শিশুতোষ অনুষ্ঠান ‘যদি রাত পোহালে শোনা যেত’। জনপ্রিয় অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মাহিদুল ইসলাম ও রফিকুল ইসলমাসহ শিশু শিল্পীদের বিভিন্ন পরিবেশনা দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠানে কথা বলেছেন, জনপ্রিয় কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ও শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজা খানম। মো. সাখাওয়াত হোসেনের গ্রন্থনায় অনুষ্ঠানটির প্রযোজনা করছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। অনুষ্ঠানের ১ম পর্ব ১৩ আগস্ট, ২য় পর্ব ১৪ আগস্ট বিকাল ৫টা ১০ মিনিটে এবং ৩য় পর্ব ১৫ আগস্ট সকাল সাড়ে ১১টায় প্রচার হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest