সরকার গঠনে দোহায় তালেবানের বৈঠক

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

সরকার গঠনে দোহায় তালেবানের বৈঠক

আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর তালেবানের ভবিষ্যৎ সরকার কাঠামো নিয়ে কাতারের রাজধানী দোহায় আলোচনা চলছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম তোলো নিউজ। প্রতিবেদনে বলা হয়, তালেবানের এক শীর্ষস্থানীয় নেতা তোলো নিউজকে জানায়, তাদের নেতারা দোহায় আলোচনায় ব্যস্ত আছেন। নেতারা বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় আর রাজনৈতিক দলের সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

তালেবানের রাজনৈতিক শাখার উপ-প্রধান মোল্লা আবদুল গনি বারাদার বলেছেন, এই মুহূর্ত তালেবানের জন্য একটি পরীক্ষা। এই সময়ে আমরা একটি পরীক্ষার মুখোমুখি কারণ দেশের জনগণের নিরাপত্তার দায়িত্ব এখন আমাদের।

এদিকে সোমবার তালেবান তোলো নিউজের চত্বরে প্রবেশ করে নিরাপত্তা রক্ষীদের অস্ত্রশস্ত্র পরীক্ষা করে দেখেছে। তারা সরকারের দেয়া অস্ত্রগুলো সংগ্রহ করে নিয়েছে। তোলো নিউজ চত্বরের নিরাপত্তা রক্ষার ব্যাপারে একমত হয়েছে তারা। সেখানকার কর্মীদের সঙ্গে তালেবান কোনো বিরূপ আচরণ করেনি বলে জানা গেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest