ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২১
গোলাম মোস্তফা খান,দাকোপ,খুলনা
দাকোপ সদর চালনার মেধাবী ছাত্রী,এইচ এস সি পরীক্ষার্থী প্রতিভাবান একজন শিল্পী সকলের স্নেহের মৃত্তিকা মুগ্ধ রায় (১৮) খুলনা শহরে থেকে পরীক্ষা চলাকালে আজ না ফেরার দেশে চলে গেল। মৃত্তিকার মৃতুতে গোটা দাকোপে শোকের ছায়া। মৃত্তিকার লাশ দাকোপ হাসপাতালে এসে পৌছালে একনজর দেখার জন্য শত শত লোক ভীড় করে।
মৃত্তকা দাকোপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌর পদ বাছাড়ের ভাগিনী। যুবলীগনেতা নিতাই বাছাড়ের ভাগিনী। তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ গভির
শোক ও সমবেদনা জানিয়েছেন।উল্লেখ্য মৃত্তিকার বাবার বাড়ি খুলনার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের
রাজনগর,জয়নগর গ্রামে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST