ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২১
গোলাম মোস্তফা খান,দাকোপ,খুলনা
খুলনার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নে ১৮ বছরের সকল মানুষকে ১০০% কোভিড-১৯ ভ্যাকসিন টিকা নিবন্ধন কভারেজের পরিকল্পনার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলে জানা গেছে। অফিস সূত্রে জানা যায়, সরকারের স্বাস্থ্য বিভাগের হাতকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে কামারখোলা ইউনিয়ন কেয়ার বাংলাদেশ, কোভিড-১৯ ভ্যাকসিন ইনিশিয়েটিভ প্রকল্প সরকারের সহযোগীতা করার পাশাপাশি কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা অধিবেশন মাধ্যমে কোভিড-১৯ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি সার্পোট গ্রুপকে সক্রিয় করে কোভিড-১৯ ভ্যাকসিন কাভারেজ বাড়ানোর জন্য কর্মকান্ড হাতে নেয়। এ লক্ষ্যে টিকা নিবন্ধন কভারেজের জন্য ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রেজিস্ট্রেশন বুথের ব্যবস্থা এবং বাড়ী পরিদর্শন ও স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালনার কাজ এগিয়ে চলেছে।দাকোপের কামারখোলা ইউনিয়নের মত প্রত্যন্ত,দুর্গম এলাকা হওয়া সত্তেও দায়িত্বরতরা অতি কষ্টে তাদের কার্য দক্ষতার মধ্যে দিয়ে কাজ করে বর্তমানে কাজ শেষের পথে বলে জানা গেছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST