বান্দরবান থেকে নিখোঁজ কিশোরী বেনাপোলে উদ্ধার, আটক-১

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১

বান্দরবান থেকে নিখোঁজ কিশোরী বেনাপোলে উদ্ধার, আটক-১

এসএম স্বপন(যশোর)অফিসঃ বান্দরবান জেলার লামা থানা এলাকা থেকে নিখোঁজ উওয়াইমে মারমা (১৭) নামে এক কিশোরীকে ৬ দিন পর বেনাপোল বাজার থেকে উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। এ সময় সোলাইমান (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কিশোরী বান্দরবান জেলা লামা থানার ইয়াংছা বড় পাড়া গ্রামের মংছিং মারমার মেয়ে।
আর আটক সোলাইমান বেনাপোল পৌর সভার দূর্গাপুর গ্রামের আবু হাসেমের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, উওয়াইমে মারমা নামে এক কিশোরী বান্দরবান থেকে নিখোঁজ হয়। পরে তার অবিভাবকরা লামা থানা অভিযোগ দায়ের করেন। সেখান থেকে বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়। দীর্ঘ ৬ দিন পর আজ বেনাপোল বাজার থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এ সময় তার সাথে থাকা সোলাইমান নামে এক যুবকে আটক করা হয়েছে।
লামা থানায় সংবাদ দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশের একটি টিম রওনা হয়েছে। তারা আসলে তাদের কাছে কিশোরীকে হস্তান্তর করা হবে বলে তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest