বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শিক্ষার্থীর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২

বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শিক্ষার্থীর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল নগরীর অন্যতম বিদ্যাপিঠ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী আরিফুর রহমান অপির হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তি ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার কলেজের সম্মুখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। পরে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি পেশ করে।

উল্লেখ্য আরিফুর রহমান অপি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ইতিহাস বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।গত ৩০ ডিসেম্বর আরিফ তার নিজ বাড়ি পটুয়াখালী থেকে নিখোঁজ হয় এবং ২রা জানুয়ারি পায়রা নদীতে তার লাশ পাওয়া যায়।

উক্ত মানববন্ধনে অপির সহকর্মীরা বলেন, অপিকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest