ঢাকা ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ২ কেজি গাঁজা, ২ বোতল বিদেশী মদ ও ৮ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার
ঘিবা ২নং দক্ষিনপাড়ার মুজিবার রহমানের ছেলে আলমগীর হোসেন (৪০) ও গাতিপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে জনি হোসেন (২৬)।
পুলিশ জানায়, মাদক পাচারকারীরা মাদকের চালান পাচার করছে, এমন গোপন তথ্যের ভিত্তি বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে আলমগীরের নিজ বসত ঘরের খাটের নিচে হতে ২ কেজি গাঁজা সহ তাকে আটক করে।
অপর এক অভিযানে, গাতিপাড়া গ্রামস্থ এতিমখানা মোড় এলাকার গাতিপাড়া টু বড় আচঁড়াগামী পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ২ বোতল বিদেশী মদসহ জনিকে আটক সহ পরিত্যক্ত অবস্থায় ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান, এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় পৃথক পৃথক দুটি মাদক মামলা রুজু করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST