ঢাকা ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২
যশোর অফিসঃ যশোরের শার্শায় কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে
মারাত্মক ভাবে আহত হয়েছে দুই শিশু।
রবিবার(২৭ শে ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচ কায়বা গ্রামের একটি আমবাগানে এ ঘটনাটি ঘটে।
আহত শিশুরা হলো, শিহাব হাসান (৭) পাঁচ কায়বা গ্রামের সুমন হোসেনের ছেলে ও হাবিবুর রহমান (৮) একই গ্রামের হাসানের ছেলে।
আহত দুই শিশুর মধ্যে হাবিবুরের পা ঝলসে গেছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফিরোজ হোসেন জানায়, দুই শিশু বাড়ির পাশে আমবাগানে খেলছিল। এসময় হঠাৎ তারা একটি বাজার করা প্লাস্টিকের প্যাকেট দেখে সেটা খুলে দেখে তার মধ্যে চাউলের কুড়ার ভিতর লাল টেপ পেচানো একটি বলের মত কৌটা দেখে, কৌটাটি বের করে খেলার বল মনে করে টেপ খুলে ফেললে বিকট আওয়াজে সেটি ফেটে যায়। এতে হাবিবুর মারাত্মক আহত হয় এবং শিহাব হাতে ও মুখে অল্প আঘাত পাই। পরে এলাকার লোকজন এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ও একটি বোমা রাখার প্যাকেট উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST