বেনাপোলে গাঁজা-ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২২

বেনাপোলে গাঁজা-ইয়াবাসহ দুই  মাদক বিক্রেতা আটক

এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১ কেজি গাঁজা ও ১০০ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (০৩ মার্চ) দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে দুটি পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্টথানার নামাজ গ্রামের মৃতঃ নুর ইসলাম মোড়লের ছেলে রাজু ইসলাম (৩৭) ও বেনাপোল পোর্টথানার দৌলতপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে রাসেল (২৪)।

ডিবি জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, ডিবি যশোরের এসআই শাহিনুর রহমান একটা চৌকস টিম নিয়ে বেনাপোল পোর্ট থানার গাজীপুর পশ্চিমপাড়া গ্রামস্থ বেনাপোল স্থলবন্দরের গোডাউনের ৬নং গেটের সামনে থেকে ১ কেজি গাঁজা সহ রাজুকে আটক করা হয়।

অপরদিকে, বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামস্থ ঈদগাহের পশ্চিম পার্শ্বে বেনাপোল টু দৌলতপুর গামী রোডের পাকা রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবা সহ রাসেলকে আটক করা হয়।

উদ্ধারকৃত মালামালের মূল্য ৫০ হাজার টাকা।

যশোর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুপণ কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় এজাহার দায়ের হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest