শার্শায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২২

শার্শায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

এসএম স্বপন(যশোর)অফিসঃ “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যে শার্শায় আন্তর্জাতিক নারী দিবস-২২ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (০৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,শার্শার আয়োজনে
নারী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।
আলোচনা শেষে এসময় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তরিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা ও অন্যান্য নেতৃবৃন্দ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest