খুলনায় শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো শুরু ২০ মার্চ

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২২

গোলাম মোস্তফা খান, খুলনা

খুলনা মহানগরীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২২ পালিত হবে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ২০ মার্চ রবিবার সকাল ৯টায় কেসিসি পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করবেন।
নগরীর ৪৯৮টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫ থেকে ১২ বছর বয়সী ৯৩ হাজার ৮’শ ৭২ জন এবং ৯৩ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৬ বছর বয়সী ৫৫ হাজার ৮’শ ৯৮জন শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest