বেনাপোলে সময় টিভির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২২

বেনাপোলে  সময় টিভির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে সময় টিভির ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) বেলা ১২ টায় বেনাপোল ২২ নং গোডাউনের সামনে অবস্থিত বেনাপোল বন্দর প্রেসক্লাবে
স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সময় টিভির স্টাফ রিপোর্টার আজিজুল হকের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন, বেনাপোল মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহআলম হাওলাদার।

বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, পোর্টথানা পরিদর্শক (তদন্ত) গোলাম রসুল, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, শার্শা প্রেসক্লাবের সেক্রেটারী ইয়ানুর রহমান, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি এনামুল হক, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শাহিদুল ইসলাম শাহিন, ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী, সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সেক্রেটারী সাজেদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য ফারুক হোসেন উজ্বল, সাংবাদিক আবুল বাসার, এসএম স্বপন, মোস্তাফিজুর রহমান রুবেল, শাহাবুদ্দিন, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতা কর্মীরা।

আলোচনা সভা শেষে প্রেসক্লাব ভবনে কেক কাটা হয়। পরে বন্দর সড়কে র্যালীতে অংশ নেয় আমন্ত্রিত অতিথীরা। বর্তমান ধারা অব্যাহত রেখে সময় টিভি আগামীতে সংবাদ পরিবেশনের পাশাপাশি সংবাদ মাধ্যমটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তারা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest