সহকারী অধ্যাপক আসাদুজ্জামান রুবেল এর বিদায় সংবর্ধণা

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুন ২৭, ২০২২

সহকারী অধ্যাপক আসাদুজ্জামান রুবেল এর  বিদায় সংবর্ধণা

ঝালকাঠি সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান রুবেল এর বদলিজনিত বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৭ জুন) কলেজ অফিসার্স লাউঞ্জে তাকে বিদায় সংবর্ধণা দেওয়া হয়।

অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী,ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুস সালাম,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন , রসায়ন বিভাগের প্রভাষক আশীষ হালদার প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ ।

আসাদুজ্জামান রুবেল ২৭ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন সদস্য। তিনি ২০১৪ ঝালকাঠি সরকারি কলেজ যোগদান করে বেশ আদর্শ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে বদলি হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest