উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক তালুকদারকে রাষ্ট্রীয় মার্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২

উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক তালুকদারকে রাষ্ট্রীয় মার্যাদায় দাফন সম্পন্ন

শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। উপজেলার হারতা ইউনিয়নের দক্ষিণ নাথারকান্দি গ্রামের মৃত মোঃ মোসলেম উদ্দিনের বড়ো ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ মানিক তালুকদার (৮৪) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন ইন্নাল্লি…….রাজেউন। মৃত্যুকালে তিনি পরিবারে ২ ছেলে ১ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৪ ডিসেম্বর বুধবার দুপুর পৌনে ১২টার দিকে নীজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। বাদ আসর নামাজ পরে মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করেন এস আই মোঃ সাঈদ এর নেতৃত্বে একদল চৌকস পুলিশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার
(এক্সিকিউটিভ ম্যেজিস্টেট) ভূমি শেখ মোঃ আলাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হারতা ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ আব্দুর রশিদ বেপারী,বীর মুক্তি যোদ্ধা মোঃ ওহাব তালুকদার সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছে।বীর মুক্তি যোদ্ধা মোঃ মানিক তালুকদার এর মৃত্যুতে হারতা ইউনিয়ন সহ পরিবারের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest