নলছিটিতে সিডিউল অনুযায়ী সড়কের কাজ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২

নলছিটিতে সিডিউল অনুযায়ী সড়কের কাজ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নলছিটি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে সিডিউল অনুযায়ী সড়কের সংস্কার কাজ করার দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮ডিসেম্বর) সকালে উপজেলার পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দাদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহনকারী স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সবুজবাগ মোড় থেকে বাইপাস সড়ক পর্যন্ত সড়ক সংস্কারের কাজ এলাকার প্রভাবশালী কয়েকজনের দখলদারিত্বের কারনে সিডিউল অনুযায়ী করতে পারছে না ঠিকাদারী প্রতিষ্ঠান। এসময় বক্তব্য রাখেন, হাকিম হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা আবু তালেব সিকদার,নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারি শিক্ষক বিধান চন্দ্র,উপসহকারি কৃষি অফিসার জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সড়কের সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন না হলে একটি দূর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি বা এম্বুলেন্স সড়কে ঢুকতে পারবে না। আমরা অনেকেই সড়কের সংস্কারের কাজের স্বার্থে নিজেদের দেয়াল ভেঙ্গে দিয়েছি কিন্তু কয়েকজন সড়ক দখল করে বাড়ীর দেয়াল তুলে রেখেছে যার কারণে সড়কের প্রশস্ততা কমে গিয়েছে। আমরা চাই স্থানীয় বাসিন্দাদের স্বার্থের কথা বিবেচনা করে যথাযথ কতৃপক্ষ দখলদারিত্বের অবসান ঘটিয়ে সিডিউল অনুযায়ী সড়কের সংস্কার কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। এ ব্যাপারে পৌর মেয়র ওয়াহেদ খান বলেন,বিষয়টি আমার জানা আছে আমি নিজে গিয়ে সবাইকে বলেছি সড়কের কাজে বাধা সড়িয়ে দেওয়ার জন্য কিন্তু তারা আমার কথায়ও কর্নপাত করছেন না।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest