জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য শিশু বয়সে বেছে নিয়েছেন নরসুন্দরের কাজ

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২২

জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য শিশু বয়সে বেছে নিয়েছেন নরসুন্দরের কাজ

এম কে কামরুল ইসলাম নলছিটি

জীবন মানে সংগ্রাম জীবন মানে যুদ্ধ এই বাক্য প্রবাদের প্রতিফলন ঘটেছে ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামে এক শিশুর বেলায় নাম তার জয়চন্দ্র শীল বয়স ১১ পিতা মাধব চন্দ্র শীল মাতা সোনালী রানী এরা দুজনই অসচ্ছল জয়চন্দ্র শীল নিজে বেঁচে থাকার তাগিদে ওষুধ চিকিৎসা বহনের জন্য স্থানীয় একটি হেয়ার ফ্যাশন সেলুনে দিনমজুরের কাজ করেন
২০২০ সালের২ ফেব্রুয়ারি হতে ১৩-৩-২০২০ তারিখ পর্যন্ত ঢাকা শিশু হাসপাতালে দুটি কিডনি এবংলিভার সমস্যায় ভুগছিলেন অসহায় মা সোনালী রানী দ্বারে দ্বারে ভিক্ষা এবং জিয়ের কাজ করে হাসপাতালে চিকিৎসা করান ছেলেকে বাঁচানোর জন্য তার কিছু সহায় সম্বল বিক্রি করেছেন এখন উপায়ান্তর না পেয়ে ছেলেকে দিতে হয়েছে কাজের সন্ধানে জয় চন্দ্র শীল স্থানীয় বিজি ইউনিয়ন একাডেমি বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র পড়াশুনার পাশাপাশি জীবন বাঁচানোর তাগিদে নলছিটি উপজেলার তালতলা বাজারে অবস্থিত ভাই ভাই হেয়ার ফ্যাশন কাটিং সেলুনে কাজ করছেন তার বাবা মাধব চন্দ্র শীল মানসিক ভারসাম্যহীন পাগল হিসেবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এক বাবার এক সন্তান জয়চন্দ্র শীল উপায় না পেয়ে জীবন সংগ্রামে বেঁচে থাকার জন্য এ পেশাকে বেছে নিয়েছেন যে বয়সে স্কুলে থাকার কথা সে বয়সে হাতে নিয়েছেন চুল কাটার যন্ত্রাংশ এ ব্যাপারে কথা হয় বিজি উনিয়ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের সাথে তিনি জানান জয়চন্দ্রশীল আমার স্কুলের সপ্তম শ্রেণি পড়ুয়া একজন নিয়মিত ছাত্র তার কিডনির সমস্যার জন্য লেখাপড়ার খরচ স্কুল কর্তৃপক্ষ বহন করবে বলে তিনি এ প্রতিবেদককে জানানএ ব্যাপারে ভাই ভাই হেয়ার ফ্যাশন সেলুনের প্রোপাইটার তাপস চন্দ্র শীল জানান জয়চন্দ্র শীল যখন পঞ্চম শ্রেণীতে পড়াশুনা করে . তখন থেকেই এ রোগের দেখা দেয় তখন থেকেই ওদের পাশে আমি দাঁড়াই এবং ওদের খোঁজখবর নেই জয়চন্দ্র শীল যখন বুঝতে শুরু করেছে তখন থেকে আমার পাশে রাখি এবং আমি কাজ শিখিয়ে আমার সেলুনে কাজ দেই এখান থেকে যেটা পায় সে দিয়ে সংসার চালান জয়চন্দ্র বাকিটা আমি দেখি জয চন্দ্র শীল জানান আমি বর্তমানে ওষুধের মাঝে বেঁচে আছি আমাকে বাঁচানোর জন্য অনেকে সহায়তা করেছেন আমি এখন মানবতার জীবন যাপন করছি আমাকে আপনারা সহায়তা করুন বেঁচে থাকার জন্য আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ করছি,


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest