বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে নতুন বছর উদযাপন করলো লাভ ফর ফ্রেন্ডস

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩

বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে নতুন বছর উদযাপন করলো লাভ ফর ফ্রেন্ডস

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে নতুন ইংরেজী বছর উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস।

বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্কে ১লা জানুয়ারি রোববার সকাল ১১ টায় কেক কাটা অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে পারভেজ সিকদার প্রতিষ্ঠাতা,মাহমুদুল হাসান সাংগঠনিক সম্পাদক, শাহাদাত হোসেন রনি সহসাংগঠনিক সম্পাদক, নুসরাত জাহান জুথী সদস্য,দৈনিক দখিনের মুখ পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল বরিশাল জনপদ এর সম্পাদক লিটন বাইজিদ সহ আরও ব্যক্তিবর্গ। এ সময়ে সদস্যরা সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও তাদের মধ্যে শুভেচ্ছা অনুভূতি ব্যক্ত করে।

এ সময়ে উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার বলেন, আমি অত্যন্ত খুশি বছরের প্রথম দিনে এই সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ভালবাসা ছড়িয়ে দিতে পেরেছি এটাই আমাদের সংগঠন এর পরম পাওয়া। বিগত দিনেও সব সময় সুবিধা বঞ্চিত শিশুদের সাথে লাভ ফর ফ্রেন্ডস ছিলো, এখনও তাদের পাশে আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও তাদের পাশে থাকবো।এছাড়া এই আয়োজনে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest