উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাছ কেঁটে তছনছ করার অভিযোগ

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩

উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের নাথারকান্দি গ্রামে আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের আঁধারে গাছ কেটে তছনছ করেছে প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, উপজেলার নাথারকান্দির মৃত কদম আলী খানের ছেলে মোঃ আব্দুস ছত্তার খাঁন গংদের জমিজমা নিয়ে নাথারকান্দি গ্রামের শফিকুল ইসলাম খান গংদের দীর্ঘদিন পর্যন্ত বিরোধ চলে আসছিল। বিরোধীয় জমি নিয়ে ছত্তার খান বাদী হয়ে শফিকুল ইসলাম খান গংদের বিরুদ্ধে বরিশাল আদালতে ১৪৪/১৪৫ ধারায় ২৭০ নং একটি মামলা দায়ের করেন। সে মামলার নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ২৬ ডিসেম্বর রাতে প্রতিপক্ষ শফিকুল ইসলাম খান,আরিফ খান,রফিক, ছাদেকুর রহমান মিলে বিভিন্ন প্রজাতি গাছ কেটে তছনছ করেছে।এ ব্যপারে ভুক্তভোগী ছত্তার খান জানান, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই প্রভাবশালী ভূমিদস্যুরা রাতের আঁধারে গাছ কেটে জমি দখলের পায়তারা চালায় এবং আমাদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।এই ভূমিদস্যুদের ভয়ে আতাঙ্ক বিরাজ করছে ভুক্তভুগী পরিবার ও স্থানীয় সাধারণ জনগন এর মাঝে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest