বরিশাল মানামী লঞ্চ থেকে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩

বরিশাল মানামী লঞ্চ  থেকে  ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল কোস্ট গার্ডের অভিযানে ১০কেজি ৬০০ গ্রাম গাঁজা সহ মানিক নামে এক মাদক কারবারি গ্রেফতার।

গোপন সংবাদের ভিত্তিতে ৩রা জানুয়ারি মঙ্গলবার রাত ৩:৩০ মিনিটে সময় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন। বরিশাল কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলী এর নেতৃত্বে বরিশাল কীর্তনখোলা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ঢাকা হতে বরিশালগামী যাত্রীবাহী এম ভি মানামি লঞ্চ তল্লাশী করে ২ টি ব্যাগ থেকে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন বগাবাড়ি গ্রামের বাসিন্দা,মোঃ মানিক মিয়া(২১) কে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জব্দকৃত গাঁজা ও মাদক কারবারিকে হস্তান্তর করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন, কে এম শাফিউল কিঞ্জল লেঃ বিএন মিডিয়া কর্মকর্তা বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest