ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি পৌরসভার গরিব ও অসহায় শীতার্ত চার শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভা চত্বরে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ উপলক্ষে আয়োজিত সভায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ খানের সভাপতিত্বে অন্যদের বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ, পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST